ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে রেডক্রিসেন্ট দিবসে শান্তি র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
কুড়িগ্রামে রেডক্রিসেন্ট দিবসে শান্তি র‌্যালি কুড়িগ্রামে রেডক্রিসেন্ট দিবসে শান্তি র‌্যালি

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য শান্তি র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (০৮ মে) বেলা ১২টার দিকে রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিট কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে শহরের দাদামোড় এলাকায় কুড়িগ্রাম ইউনিট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পরিষদ প্রশাসক ও ইউনিট প্রেসিডেন্ট মো. জাফর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু, সাবেক যুব প্রধান কাজিউল ইসলাম, ইউএলও এবিএম বায়েজীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ০৮, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।