ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

২০১৮ সালের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
২০১৮ সালের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে দেশ

জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহর সমূহে ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ ও ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৮ সালের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সোমবার (০৮ মে) দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সদস্য সফুরা বেগমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
 
সংসদে দেওয়া তথ্যানুযায়ী ভিক্ষুকদের এবং রাস্তাঘাটের ভাসমান ভিক্ষুকদের জেলা পর্যায়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

ইতোমধ্যে ২০১৫-১৬ অর্থ বছরে গোপালগঞ্জ, সুনামগঞ্জ, নড়াইল ও জামালপুর জেলায় ২৫২ জনকে পুনর্বাসন করা হয়েছে।

২০১৬-১৭ অর্থ বছরে খুলনা জেলায় ১২০ জন ভিক্ষুককে (৪৮ জনকে চায়ের দোকানের সরঞ্জ‍াম, ৩৫ জনকে ভ্যানগাড়ি, ৩৭ জনকে সেলাই মেশিন) পুনর্বাসন করা হয়েছে। এছাড়া বরিশাল জেলায় ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, ১৪০ জনের পুনর্বাসন প্রক্রিয়াধীন রয়েছে।
 
প্রতিমন্ত্রী জানান, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করতে ৩টি জোনে বিভক্ত করে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। জোনগুলো হচ্ছ জোন-১ বিমানবন্দর এলাকা, হোটেল রেডিসন, জোন-২, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকা, জোন-৩ হোটেল সোনারগাঁও, হোটেল রূপসী বাংলা, বেইলি রোড।

ভিক্ষাবৃত্তি বন্ধে ও পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা শহরে পত্রিকায় বিজ্ঞাপন, মাইকিং এবং প্ল্যাগ স্ট্যান্ডের মাধ্যমে প্রচারণা অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্ভুদ্ধকরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।