ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

পাচারকালে বরিশালে ২০ টন সরকারি চাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
পাচারকালে বরিশালে ২০ টন সরকারি চাল জব্দ পাচারকালে বরিশালে ২০ টন সরকারি চাল জব্দ-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল সদর উপজেলার খাদ্য গুদাম থেকে পাচারের সময় ২০ টন সরকারি চাল জব্দ করেছে র‌্যাব-৮। 

সোমবার (০৮ মে) এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সদর খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী খাদ্য পরিদর্শক আব্দুর রহিম, নিরাপত্তা প্রহরী আরিফুল ইসলাম, করিম খান ও শাহাবুদ্দিন।

পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মশিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। এসময় তারা চালানসহ কিছু কাগজপত্রও খতিয়ে দেখেন।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নগরের বান্দ রোডে অবস্থিত সদর উপজেলা খাদ্য গুদাম থেকে ট্রাকে করে ২০ টন সরকারি চাল খুলনার ফুলতলার উদ্দেশে পাচার হচ্ছে এমন সংবাদ পান।  

পরে ঘটনাস্থল থেকে যশোর ট-১১-২৯৭৬ ট্রাক ভর্তি ৫০ কেজি করে ৩৯৪ বস্তা চাল তারা জব্দ করেন।  

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পালিয়ে যান। পরে বিকেলে ৫ জনকে আটক করা হয়।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, এ চাল আইনশৃঙ্খলা বাহিনীর রেশন দেওয়ার জন্য ডেলিভারি হবে বলে সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা তাকে জানিয়েছেন।

বিষয়টি সঠিক কিনা সেজন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছে। যদি অবৈধ হয় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।