সোমবার (৮ মে) বেলা ১১টা থেকে ভারতের রামসীতা মন্দিরের সামনে দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের ২৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন ও ভারতের ২০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের কল্যানী ৭৬ ব্যাটালিয়নের অধিনায়ক নরেন্দ্র সিং।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম বাংলানিউজকে জানান, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দিনব্যাপী এ বৈঠকে সীমান্তে অনুপ্রবেশ, মাদক, নারী ও শিশু পাচার রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখার ব্যাপারে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ