ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমা‌ন্তে বি‌জি‌বি-‌বিএসএফ পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
সাতক্ষীরা সীমা‌ন্তে বি‌জি‌বি-‌বিএসএফ পতাকা বৈঠক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলা‌রোয়া উপ‌জেলার চারাবা‌ড়ি সীমা‌ন্তের বিপরী‌তে ভার‌তীয় এলাকায় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি) ও ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (বিএসএফ) ম‌ধ্যে ব্যাটা‌লিয়ন পর্যা‌য়ে পতাকা বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

‌সোমবার (৮ মে) বেলা ১১টা থে‌কে ভার‌তের রামসীতা মন্দিরের সামনে দিনব্যাপী এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ২৪ সদস্য বি‌শিষ্ট প্র‌তি‌নি‌ধি দলের নেতৃত্ব দেন বি‌জি‌বির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন ও ভারতের ২০ সদস্য বি‌শিষ্ট প্র‌তি‌নি‌ধি দলের নেতৃত্ব দেন বিএসএ‌ফের কল্যানী ৭৬ ব্যাটালিয়নের অধিনায়ক নরেন্দ্র সিং।

বি‌জি‌বির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসং‌যোগ কর্মকর্তা শামসুল আলম বাংলা‌নিউজ‌কে জানান, অত্যন্ত সৌহার্দপূর্ণ প‌রিবেশে অনু‌ষ্ঠিত দিনব্যাপী এ বৈঠ‌কে সীমা‌ন্তে অনুপ্র‌বেশ, মাদক, নারী ও শিশু পাচার রোধসহ সা‌র্বিক আইনশৃঙ্খলা প‌রি‌স্থিত স্বাভা‌বিক রাখার ব্যাপা‌রে আ‌লোচনা হ‌য়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।