ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিয়ানীবাজারে ৩ নারী জাল ভোটারকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
বিয়ানীবাজারে ৩ নারী জাল ভোটারকে জরিমানা বিয়ানীবাজারে ৩ নারী জাল ভোটারকে জরিমানা

সিলেট: সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে জাল ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করার অপরাধে তিন নারীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৮ মে) কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি ও এম. সাজ্জাদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে বলেন, বিকেল ৩টার দিকে রহিমা বেগম ও ফাতেমা বেগম নামে দুই নারী ভোট না থাকা স্বত্বেও ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন।

আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। এ সময় তাদের দু’জনকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার জরিমানা করা হয়। পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাইজকি সুফিয়া বেগম নামে এক নারীকে জাল ভোট দিতে কেন্দ্রে আসার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায় করে তাকেও ছেড়ে দেওয়া হয়।

সোমবার বিয়ানীবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণণা। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন পৌরবাসী।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এনইউ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।