ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক বিক্রেতার ৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মে ৮, ২০১৭
বরিশালে মাদক বিক্রেতার ৭ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে এক মাদক বিক্রেতার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৮ মে) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মঈন মৃধা (৬০) মুলাদীর চর বাটামারা গ্রামের জালাল মৃধার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জানুয়ারি মুলাদী থানা পুলিশ উপজেলার সফিপুর খেয়াঘাট এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ মঈনকে আটক করে। পরে তার বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মুলাদী থানা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ২৬ ফেব্রুয়ারি মঈনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষ্য শেষে এ রায় দিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।