ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

খানসামার পাকেরহাটে হোটেল ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ৮, ২০১৭
খানসামার পাকেরহাটে হোটেল ধর্মঘট খানসামার পাকেরহাটে হোটেল ধর্মঘট

দিনাজপুর: দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় হরিজন সম্প্রদায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল হোটেল ও খাওয়ার দোকান বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি।

সোমবার (০৮ মে) দুপুর থেকে পাকেরহাট হোটেল মালিক সমিতির ডাকে দিনব্যাপী ধর্মঘট শুরু হয়।

জানা যায়, গত ০১ মে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেবুর রহমান ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান হরিজন সম্প্রদায়ের লোকদের নিয়ে বাজারের বিভিন্ন হোটেলে চা নাস্তা করেন।

এরপর হরিজন সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন হোটেলে বসে খাওয়া শুরু করে। বিষয়টি স্থানীয় সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়লে হোটেলগুলোতে ক্রেতা কমে যায়। ক্রেতা সংকট হওয়ায় লোকসান গুণতে হয় হোটেল ব্যবসায়ীদের।

সোমবার বিকেলে হরিজন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানের পূর্বেই পাকেরহাট বাজারের মিঠুন হোটেল, বৈশাখী সুইটস, কবিতা মিষ্টান্ন ভান্ডার, প্রিয়াংকা সুইটস, তৃপ্তি হোটেলসহ ছোট-বড় প্রায় অনেক হোটেল বন্ধ করে দেয় হোটেল ব্যবসায়ীরা।

এ ব্যাপারে পাকেরহাট হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক রনজিত রায় বাংলানিউজকে বলেন, গত ০১ মে এর ঘটনা থেকেই হোটেলে ক্রেতার সংখ্যা কমে গেছে এবং এরকম যদি চলতে থাকে তাহলে আমরা লোকসানের মুখে পড়বো। সেজন্য হোটেল বন্ধ রাখার সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

পাকেরহাট হরিজন ঐক্য পরিষদের সদস্য দীপক বাংলানিজকে বলেন, আমারও তো মানুষ আর আমাদের তো অধিকার আছে হোটেলে খাওয়ার তাহলে আমরা বঞ্চিত হবো কেন?

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেবুর রহমান বাংলানিউজকে বলেন, সমস্যা সমাধানের জন্য দু’পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।