ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ৮, ২০১৭
সিরাজগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫ সিরাজগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। 

সোমবার (৮ মে) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াপদা বাঁধের দক্ষিণে এ সংঘর্ষ হয়।  

আহতদের মধ্যে রেজিয়া বেগম (৬৫), কোহিনুর খাতুন (৪০), শরীফুল ইসলাম (৩৫), শহীদুল (৫০), রোজিনা খাতুন (৩৮), হাফিজা খাতুন (৩২) ও রেবা খাতুনের (৩০) নাম জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর দক্ষিণপাড়ার মনির উদ্দিনের ছেলে সাগর একই এলাকার শহীদুল ইসলামের অধূমপায়ী ছেলে রাশিদুলকে ধূমপান করতে বলেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।  

এর জের ধরে সোমবার বিকেলে সাগর ও তার ভাই রকি দেশি অস্ত্রসহ ১০-১৫ জন বন্ধুবান্ধব নিয়ে শহীদুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।