ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনের সহায়তা আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনের সহায়তা আহ্বান

ঢাকা: রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনের সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (০৮ মে) চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা লি ঝিউলিংয়ের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি দ্বি-পাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চীনের ইউনান প্রদেশের কুনমিং এ সরাসরি আকাশপথে যোগাযোগের সাফল্য উল্লেখ করে কুনমিং-কক্সবাজার রুটে পরীক্ষামূলকভাবে ফ্লাইট চালুর অনুরোধ জানান।

 

তিনি সফররত ইউনান প্রদেশের সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টাকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনের সহায়তার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব উল্লেখ করে বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমারের অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা এগিয়ে নিতে প্রতিবেশী দেশ মায়ানমারের সক্রিয় উদ্যোগ আহ্বান জানান।

ইউনান প্রদেশ চীনের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব দেশগুলোর সঙ্গে ভৌগলিক যোগসূত্র স্থাপন করেছে। লি ঝিউলিং এ সম্পর্কে বলেন, প্রতিবছর কুনমিংয়ে অনুষ্ঠিত চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে চীন ও দক্ষিণ এশিয়া দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য বিপুলভাবে চীনের অনুকূলে উল্লেখ করে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানিযোগ্য ১৭টি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য লি ঝিউলিংকে অনুরোধ জানান। আগামী ১৪ ও ১৫ মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের উদ্যোগে অনুষ্ঠেয় হাইলেভেল বেল্ট অ্যান্ড রোড ফোরামে বিশ্বের অনেক দেশ অংশগ্রহণ করবে বলে লি ঝিউলিং উল্লেখ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওই হাইলেভেল ফোরামে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানান।  

কুনমিংয়ে ২০১৫ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রাভেল মার্টে শতাধিক দেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে লি ঝিউলিং ২০১৭ সালে অনুষ্ঠেয় মার্টে বাংলাদেশের পর্যটক ও ব্যবসায়ী দলের অংশগ্রহণের অনুরোধ জানান।

৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে লি ঝিউলিং রোববার ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০৮, ২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।