ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বনানীতে ধর্ষণ মামলার আসামিদের বিদেশ গমনে সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
বনানীতে ধর্ষণ মামলার আসামিদের বিদেশ গমনে সতর্কতা

ঢাকা: রাজধানীর বনানীর একটি রেস্টুরেস্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য ইমিগ্রেশন পুলিশ সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

সোমবার (০৮ মে) সকালে বনানী থানায় এ নির্দেশনার কাগজ তৈরি করে গুলশান জোনের ডিসি অফিসে পাঠানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার (০৬ মে) রাতে একটি মামলা দায়ের হয়।

মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাফাত ও নাঈম দু’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত করে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে মারধর এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আসামিদের অপর তিনজন ধর্ষণে সহায়তা ও ভিডিওধারণ করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসজেএ/এমজেএফ

**২ ছাত্রীকে ধর্ষণের ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।