ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

২ ছাত্রীকে ধর্ষণের ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
২ ছাত্রীকে ধর্ষণের ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি

ঢাকা: রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

সোমবার (৮ মে) মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলামকে আহবায়ক করে এ কমিটি গঠন করেছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।  

কমিটির অন্য সদস্যরা হলেন- নুরুন নাহার ওসমানী (অবৈতনিক সদস্য), এনামুল হক চৌধুরী (অবৈতনিক সদস্য), মো. শরীফ উদ্দিন (পরিচালক, অভিযোগ ও তদন্ত) ও এম রবিউল ইসলাম (সহকারী পরিচালক, অভিযোগ ও তদন্ত)।

তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান।

কমিশনের পক্ষ থেকে সোমবার (৮ মে) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বনানীর একটি বিলাসবহুল হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি মামলা হয়। মাসখানেক আগের ওই ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি কর‍া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসজেএ/আরআর/এইচএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।