পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে খুলনার রুপসা বাসস্ট্যান্ড থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় একটি লোকালবাস ছেড়ে আসে। বাসটি থামার পর স্থানীয় লোকজন বাসের ছাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ