অথচ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে ভূমি মন্ত্রণালয়ের অর্জনের কোন চিত্র নেই এখানে।
বিষয়টি রহস্যজনক হওয়ায় ডেকে আনা হলো সংশ্লিষ্ট অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বারেককে।
অবশেষে নামানো হলো ‘জোট সরকারের সাড়ে ৪ বছরের উন্নয়নের চিত্র। ’
এ ঘটনায় সংশ্লিষ্ট অফিসের নায়েবের বিএনপি-জামায়াত প্রীতি নিয়েও প্রশ্ন উঠেছে। দিনের পর দিন সরকারের উন্নয়ন প্রচারণার পরিবর্তে বিএনপি-জোটের প্রচারণা চালিয়ে যাওয়া সংশ্লিষ্ট নায়েবের কারণেই ঘুষ ও দুর্নীতিমুক্ত সেবা পাচ্ছে না ভূমি মালিকরা।
নামজারি কিংবা মিস কেস করতে আসা সেবা প্রার্থীদের হয়রানি করেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
জানা যায়, ময়মনসিংহ সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসের ঠিক পাশেই সদর পৌর ভূমি অফিস। এ পৌর ভূমি অফিসে টাকা ছাড়া কোন কাজই হয় না।
নুন্যতম ডিজিটাল সেবার কোন বালাইও নেই। রয়েছে দালাল চক্রের দাপটও। আর এসব অপকর্ম করে যাচ্ছেন জোট সরকারের প্রচারণা চালিয়ে আসা ওই নায়েব, জানিয়েছে একাধিক ভুক্তভোগী।
দেখা যায়, এ অফিসের চৌহদ্দিতে পা রাখার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে জোট সরকারের উন্নয়ন খতিয়ানের চিত্র। ক্ষমতাসীন দলের একাধিক নেতা-কর্মী বার বার জোটের ওই উন্নয়ন বোর্ড খুলে ফেলার দাবি তুললেও অনীহা প্রকাশ করেন নায়েব বারেক।
তাদের তিনি জানিয়েছেন, এটি খোলার দায়িত্ব তার নয়।
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রোববার (০৭ মে) দুপুরে বাংলানিউজ সরেজমিনে ঘটনাস্থলে গেলে টনক নড়ে নায়েব বারেকের।
বাংলানিউজের ক্যামেরা তাক করতেই তিনি হন্তদন্ত হয়ে ছুটে আসেন। ওই ছবি তুলে নিউজ না করতেও অনুরোধ করতে থাকেন।
পরবর্তীতে নিজেকে সাধু হিসেবে উপস্থাপন করতে তড়িঘড়ি করে ওই প্রচারণার চিত্র খুলে চম্পট দেন তিনি।
ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য গোলাম মোস্তফা শামীম অভিযোগ করে বলেন, একাধিকবার অভিযোগের পরেও সংশ্লিষ্ট নায়েব জোট সরকারের উন্নয়ন খতিয়ান খুলতে অনাগ্রহ প্রকাশ করেন।
ভূমি অফিসে বিএনপি-জামায়াত চক্রের লোকজন নানা কৌশলে সেবা প্রার্থীদের হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এসব বিষয়ে মযমনসিংহ সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. আব্দুস সালাম চৌধুরী বাংলানিউজকে বলেন, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
দায়ী ভূমি সহকারী কর্মকর্তার (নায়েব) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
এমএএএম/জেডএম