সোমবার (০৮ মে) সন্ধ্যা ৬টায় কুলাউড়া-চান্দগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল খন্দকার টিলার হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় রতুলি বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশা চালক নিয়াজ উদ্দিন দক্ষিণভাগ বাজারে যাচ্ছিলেন। পথে কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের কুমারপাড়া এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক নিয়াজ উদ্দিন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বড়লেখা থানার দায়িত্বরত কর্মকর্তা বাদল মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ