ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মামলা মোকাবেলা করতে ভয় কীসের?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৮, ২০১৭
মামলা মোকাবেলা করতে ভয় কীসের?

জাতীয় সংসদ ভবন থেকে: এতিমের টাকা মেরে খেয়ে এখন মামলা মোকাবেলা করতে ভয় কীসের? বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে এ প্রশ্ন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুরুতে এতিমের টাকাটা দিয়ে দিলেই তো মামলা থাকতো না। এখন মামলা মোকাবেলা করতে ভয় কীসের?

সোমবার (০৮ মে) রাতে ১৫তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চায় দেশের উন্নতি না হোক, দেশ খাদ্যে স্বয়ংসম্প‍ূর্ণ না হোক।

তাতে বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে। কিন্তু আমরা চাই একটা মর্যাদাশীল, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি বলেন, বিএনপির কাজ দুর্নীতি আর মানুষ খুন। খালেদা জিয়ার ছেলের পাচার করা টাকা আমরা ফেরত এনেছি। আরও টাকা আনতে পারবো।

খালেদাকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা মেরে খেয়েছেন। এখন কোর্টে যাওয়া বলতে গেলে বন্ধ করে দিয়েছেন। মামলা মোকাবেলা করতে ভয় কীসের? একটা মামলায় ১৪০ দিন সময় নিয়েছেন। যখনই কোর্টে ওঠে তখনই সময় নেন। সেই সঙ্গে রিট করা, হাইকোর্টেই ৫০ বার রিট করেছেন। কেন, ভয়টা কীসের? এতিমের যে টাকাটা নিয়েছেন, সেইটা শুরুতে দিয়ে দিলেই তো মামলা থাকতো ‍না। আসলে টাকা ছাড়বেন না এটাই তাদের মানসিকতা। তারা দেশের কী উন্নয়ন করবে, জনগণকে কী দেবে?

দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয় মঙ্গলবার (২ মে)। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বাদে টানা ৫ কার্য দিবস চলে এবারের অধিবেশন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।