সোমবার (৮ মে) সন্ধ্যার আগে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ ও তাড়াশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
অপহৃত বাঁধন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ইজযাত্রাপুর গ্রামের শেখ আসলামের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বাংলানিউজকে জানান, অপহরণকারী মোয়াজ্জেম ৩ বছর ধরে শেখ আসলামের বাড়িতে কৃষি দিনমজুরের কাজ করতেন। শনিবার (৬ মে) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাঁধনকে অপহরণ করে তাড়াশ নিয়ে আসে মোয়াজ্জেম। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওইদিন রাতেই হরিরামপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
সোমবার সন্ধ্যার আগে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খালকুলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোয়াজ্জেমকে আটক ও বাঁধনকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ