সোমবার (০৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পূর্বাচল উপ-শহরের ১নং ও ১৪নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন।
ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন জানান, পূর্বাচল উপ-শহরের ৩শ’ ফুট সড়কের আশপাশে নিলা মার্কেট, হাট বাজার, দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কোনো প্রকার অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। বার বার নোটিশ দেয়া হলেও তারা এসব অবৈধ স্থাপনা সরায়নি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিক্রমে পূর্বাচল উপ-শহরের ১নং ও ১৪নং সেক্টরের ভোলানাথপুর এলাকার ৩শ’ ফুট সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ