ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধান ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ৮, ২০১৭
ধান ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৮ মে) বিকেলে উপজেলার বেলকুচি গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ দেহাবশেষ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার বেলকুচি দক্ষিণপাড়া আলতাব আলীর জমিতে কয়েকজন শ্রমিক ধান কাটছিলেন।

এ সময় তারা ক্ষেতের ভেতর মানুষের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ দেখতে পান। ঘটনাটি জানতে পেরে জমির মালিক পুলিশকে জানান। পুলিশ মাথার খুলিসহ হাড় উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত মাথার খুলি ও হাড় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমবিএইচ/আরআর/এমজেএফ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।