ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাবাকে মারধরে মাদকাসক্ত দুই ছেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
বাবাকে মারধরে মাদকাসক্ত দুই ছেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় মাদকের টাকার জন্য বাবাকে মারধরের ঘটনায় মাদকাসক্ত দুই ছেলেকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৮ মে) তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের মাইক ব্যবসায়ী মো. শহিদুল হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার পাপ্পু (৩০) ও তার ছোট ভাই সোহেল হাওলাদার অপু (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ দুই ভাই মাদকাসক্ত। তাই প্রতিনিয়ত মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।

০৭ মে (রোববার) মাদকের টাকা না দেওয়ায় বাবাকে মারধর করে সোহাগ হাওলাদার পাপ্পু। বাবা শহিদুল বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে উপ-পরিদর্শক (এসআই) মিজান সোমবার সকালে সোহাগ ও সোহেলকে আটক।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের ছয়মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।