সোমবার (৮ মে) বিকেলে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ আলী উপজেলার পারকোদলা গ্রামের ময়ান আলী শেখের ছেলে।
রায়গঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ আলীকে গ্রেফতার করা হয়। চান্দাইকোন ইউনিয়নের পারকোদলা গ্রামের আলোচিত আলম হত্যা মামলার অন্যতম আসামি। প্রায় তিন বছর ধরে তিনি পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ