ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ৮, ২০১৭
রায়গঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফরহাদ আলী (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) বিকেলে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ আলী উপজেলার পারকোদলা গ্রামের ময়ান আলী শেখের ছেলে।

রায়গঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ আলীকে গ্রেফতার করা হয়। চান্দাইকোন ইউনিয়নের পারকোদলা গ্রামের আলোচিত আলম হত্যা মামলার অন্যতম আসামি। প্রায় তিন বছর ধরে তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।