সোমবার (০৮ মে) সংস্থাটির জেলা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী সরকারি কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
বিশেষ অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা পরিষদ প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইফুর রহমান।
রেড ক্রিসেন্টের সদস্যদের এক মিলনমেলায় পরিণত হয় ফেনী সরকারি কলেজ মিলনায়তন। অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের সাবেক সংগঠকদের পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ০৮ মে, ২০১৭
এসএইচডি/আরআর/জেডএস