সোমবার (০৮ মে) রাতে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে রাষ্ট্রপতির সমাপনি আদেশ পাঠ করে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরআগে, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন।
এবারের অধিবেশন ছিল ২০১৭ সালের দ্বিতীয় অধিবেশন। এবার মোট কার্যদিবস ছিল পাঁচটি। এই অধিবেশনে দুইটি বিল পাস হয়েছে। এছাড়া আইন প্রণয়ণ কার্যাবলীর ৭১ বিধিতে ১৫১টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো হতে নয়টি নোটিশ গ্রহণ করা হয়েছে। গৃহীত নোটিশের মধ্যে তিনটি নোটিশ সংসদের বৈঠকে আলোচিত হয়েছে। এবার ৭১ এর ‘ক’ বিধিতে দুই মিনিটের আলোচনায় ৪৫টি নোটিশ পাওয়া যায়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য একটি কার্যদিবসে প্রশ্নোত্তর ছিলো। সেই এক কার্যদিবসেই প্রধানমন্ত্রীর জন্য ৫৪টি প্রশ্ন পাওয়া যায়, যারমধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এছাড়াও মন্ত্রীদের জন্য ৮৪৩টি প্রশ্নের মধ্যে মন্ত্রীগণ ৩২৯টির উত্তর দেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহেই বাজেট অধিবেশন শুরু হবে এবং আগামী ১ জুন সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএম/এনটি