ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

তরঙ্গ নিলাম দ্রুত সম্পন্নের নির্দেশ দিলেন জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
তরঙ্গ নিলাম দ্রুত সম্পন্নের নির্দেশ দিলেন জয় তরঙ্গ নিলাম দ্রুত সম্পন্নের নির্দেশ দিলেন জয়

ঢাকা: মোবাইল অপারেটরদের সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার (০৮ মে) সচিবালয়ে টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের প্রযুক্তির (ফোর-জি) সেবা দ্রুত চালু করতেও তাগিদ দিয়েছেন উপদেষ্টা।
 
প্রায় তিন ঘণ্টাবাপী বৈঠক শেষে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বাংলানিউজকে বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে দ্রুত ফোর-জি ও টেক নিউট্রালিটি (প্রযুক্তি নিরপেক্ষতা) চাওয়া হচ্ছিলো।

কারণ তরঙ্গ স্বল্প থাকায় অপারেটররা কোয়ালিটি অব সার্ভিস ইনশিওর করতে পারছে না। উপদেষ্টা  দ্রুততার সঙ্গে নিলামের কথা বলেছেন। আমরা এ ব্যাপারটি দ্রুততার সঙ্গে চাচ্ছি, অপারেটররা দ্রুততার সঙ্গে স্পেকট্রাম কিনুক। কোয়ালিটি সার্ভিস তারা উন্নত করুক।
 
টেলিযোগাযোগ বিভাগ জানায়, অপারেটরদের দাবির মুখে বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ বরাদ্দের জন্য সময় পরপর দুইবার পিছিয়ে ২০১৫ সালের মে মাসে নিলামের অবস্থান থেকে সরে দাঁড়ায় বিটিআরসি। তরঙ্গ নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালায় পরবর্তী নিলামের দিন জানানো হবে বলে সে সময় জানিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসির কাছে থাকা এক হাজার ৮০০ মেগাহার্টজের অব্যবহৃত ১০ দশমিক ৬ মেগাহার্টজ এবং থ্রিজির ১৫ মেগাহার্জ তরঙ্গ মোবাইল অপারেটরদের কাছে বিক্রির সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তরঙ্গ নিলামে ভিত্তিমূল্যে ও শর্ত নির্ধারণ চূড়ান্ত না করায় বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ নিলাম প্রায় দুই বছর ধরে আটকে আছে বলে জানায় বিটিআরসি।
 
বিটিআরসিকে এ ব্যাপারে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন উপদেষ্টাও বলেছেন যে এ বিষয়টিতে টেলিযোগাযোগ বিভাগ যে মনোযোগ দিয়েছে সেটা ঠিক আছে, দ্রুততার সাথে তরঙগ নিলাম হওয়া উচিত।
সচিবালয়ে টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে
প্রতিমন্ত্রী বলেন, তরঙ্গ বিক্রির উদ্যোগ নেওয়ার পর অপারেটরটা যদি না কেনে, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করে তাহলে সে দায় আমাদের না।
 
ফোর জি সেবা  দিতে শিগগির ঘোষণা আসবে উল্লেখ করে তারানা হালিম বলেন, আগামী দু’‘এক মাসের মধ্যে ফোর-জি আসবে। আগামী ১১ জুনের মধ্যে বিটিআরসিকে ফোর-জি গাইডলাইন টেলিযোগাযোগ বিভাগে পাঠানোর জন্য বলা হয়েছে।
 
সভায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স মূল্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা।
 
এ বিষয়ে তারানা হালিম বলেন, বিটিআরসি এ বিষয়ে লাইসেন্স মূল্য নির্ধারণ করে টেলিযোগাযোগ বিভাগে প্রস্তাব পাঠাবে।
 
টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।