ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জের পুর্বাচলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (০৮ মে) সকাল থেকে বিকেলে পর্যন্ত পূর্বাচল উপ-শহরের ১নং ও ১৪নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- রাজউক কর্মকর্তা আব্দুল আউয়াল, উজ্জল মল্লিকসহ আরও অনেকে।

ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, পূর্বাচল উপ-শহরের ৩০০ ফুট সড়কের আশপাশে নিলা মার্কেট, হাট বাজার, দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কোনো প্রকার অনুমোতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। বার বার নোটিশ করা হলেও তারা এসব অবৈধ স্থাপনা সরায়নি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)  অনুমতিক্রমে পূর্বাচল উপ-শহরের ১নং ও ১৩নং সেক্টরের ভোলানাথপুর এলাকার ৩০০ ফুট সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:  ০১২১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।