সোমবার (০৮ মে) সকাল থেকে বিকেলে পর্যন্ত পূর্বাচল উপ-শহরের ১নং ও ১৪নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- রাজউক কর্মকর্তা আব্দুল আউয়াল, উজ্জল মল্লিকসহ আরও অনেকে।
ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, পূর্বাচল উপ-শহরের ৩০০ ফুট সড়কের আশপাশে নিলা মার্কেট, হাট বাজার, দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কোনো প্রকার অনুমোতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। বার বার নোটিশ করা হলেও তারা এসব অবৈধ স্থাপনা সরায়নি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিক্রমে পূর্বাচল উপ-শহরের ১নং ও ১৩নং সেক্টরের ভোলানাথপুর এলাকার ৩০০ ফুট সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এনটি