সোমবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের সামনে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
কাস্টমস শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারত থেকে ইমরান কবীর (৩৫) নামে এক যুবক মাদকদ্রব্য নিয়ে কাস্টমস পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা অফিসের কর্মকর্তা (এআরও) মো. আব্দুল মোতালিব বাংলানিউজকে জানান, আটককৃত মালামাল সিজার লিস্ট করে ওই পাসপোর্ট যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এজেডএইচ/এমএমএস/এনটি