ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল কাস্টমসে আমদানি নিয়ন্ত্রিত মাদকদ্রব্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
বেনাপোল কাস্টমসে আমদানি নিয়ন্ত্রিত মাদকদ্রব্য জব্দ বেনাপোল কাস্টমসে আমদানি নিয়ন্ত্রিত মাদকদ্রব্য জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আমদানি নিয়ন্ত্রিত ১৫ লাখ টাকার মাদকদ্রব্য (শিশা) জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের সামনে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

কাস্টমস শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারত থেকে ইমরান কবীর (৩৫) নামে এক যুবক মাদকদ্রব্য নিয়ে কাস্টমস পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এরপর চেকপাস্ট কাস্টমস হাউজের সামনে থেকে তার ব্যাগে তল্লাশি করে ৪০ কেজি আমদানি নিয়ন্ত্রিত উন্নতমানের মাদকদ্রব্য (শিশা) জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা অফিসের কর্মকর্তা (এআরও) মো. আব্দুল মোতালিব বাংলানিউজকে জানান, আটককৃত মালামাল সিজার লিস্ট করে ওই পাসপোর্ট যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এজেডএইচ/এমএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।