সোমবার (০৮ মে) দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুল খায়ের লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার চামটা গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।
আবুল খায়েরের ছেলে হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রাতে আবুল খায়ের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। তিনি দারুসালাম দক্ষিণ আদর্শ বিদ্যানিকেতনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আবুল খায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এনটি