ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
মিরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঢাকা: রাজধানীর মিরপুর দারুসালামের দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবুল খায়ের (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (০৮ মে) দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুল খায়ের লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার চামটা গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।

তিনি মিরপুর শাহা আলী বাগ এলাকায় থাকতেন। তার দক্ষিণ বিশিল এলাকায় একটি মুদির দোকান আছে।

আবুল খায়েরের ছেলে হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রাতে আবুল খায়ের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। তিনি দারুসালাম দক্ষিণ আদর্শ বিদ্যানিকেতনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আবুল খায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।