ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে বাবার হত্যা মামলায় ছেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
ফুলগাজীতে বাবার হত্যা মামলায় ছেলে গ্রেফতার

ফেনী: ফেনীর ফুলগাজীর জিএমহাটে মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল মালেক হত্যা মামলায় ছেলে আবদুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ মে) দিনগত রাত ১০টার দিকে ফুলগাজী মুন্সীরহাট ইউনিয়নের করইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোর্শেদ বাংলানিউজকে জানান, এ ঘটনার পর আবদুল মালেকের বড় ছেলে মো. ইয়াকুব বাদি হয়ে আবদুল হালিমকে আসামি করে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাতে করইয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল হালিমকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

শুক্রবার (০৫ মে) জিএমহাটের বৈশাখ পুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল মালেককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।