ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ইমামকে কুপিয়ে জখম করে কাদিয়ানী বিদ্বেষীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মে ৮, ২০১৭
ইমামকে কুপিয়ে জখম করে কাদিয়ানী বিদ্বেষীরা ইমামকে কুপিয়ে জখম করে কাদিয়ানী বিদ্বেষীরা- ছবি: অনিক খান

ময়মনসিংহ : ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে মসজিদের ভেতর ঢুকে ইমাম মোস্তাফিজুর রহমানকে (২৯) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাদিয়ানী বিদ্বেষীরা।

সোমবার (০৯ মে) রাত পৌনে ১০টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহাদ (৩০) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মোস্তাফিজুর উপজেলার খানপুর মধ্যপাড়া গ্রামের কাদিয়ানী মসজিদে ইমামতি করেন। তিনি কাদিয়ানী সম্প্রদায় হিসেবে পরিচিত আহম্মদিয়া মুসলিম জামাতের সদস্য। তার বাড়ি দিনাজপুরে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে উপস্থিত আহম্মদিয়া মুসলিম জামাতের সদস্য মোজাহিদ বাংলানিউজকে জানান, এশারের নামাজের পর দুই থেকে তিনজন মোল্লা মসজিদে ঢুকে মোস্তাফিজুর রহমানের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এসময় তার চিৎকার শুনতে পেয়ে মসজিদের পাশের সম্প্রদায়ের অনুসারীরা এগিয়ে গিয়ে হামলাকারীদের আটক করে গণধোলাই দেয়। এসময় দুই জন পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশে হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, এ মোল্লারা মাস দুয়েক আগেও একবার ওই মসজিদে এসেছিল। ওই সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। বিষয়টি ওই সময়েই পুলিশকে জানানোর পর তাদের হস্তেক্ষেপে মোল্লারা চলে যান।

কাদিয়ানী সম্প্রদায়ের অনুসারী হাজারি আহম্মদ আল মুনিম বাংলানিউজের কাছে অভিযোগ করে বলেন, আহাম্মদিয়া মুসলিম জামাত শান্তি প্রিয় ও খাঁটি ইসলামের শিক্ষা প্রচার করে। এ কারণে জঙ্গি ও নামধারী মুসলমানদের চক্ষুশূল আমাদের গোত্রের লোকজন। ওই জঙ্গি উগ্রপন্থীরাই ইমাম মোস্তাফিজুরকে হত্যার উদ্দেশ্যেই কুপিয়েছে।

একই সম্প্রদায়ের তায়েরুল আফরাদ বাংলানিউজকে জানান, ওরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তিনজনকে গণধোলাই দেয়। তবে ওদের দু’জন পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, কাদিয়ানী বিদ্বেষীরাই অতর্কিত এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ মিশনে অংশ নেওয়া দুই জন পলাতক রয়েছেন। একজনকে আটক করা হয়েছে।

**ঈশ্বরগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

বাংলাদেশ সময় ০৩৫৯ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।