ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুর পৌর কাউন্সিলর রাজিব ও নারী কাউন্সিলর হামিদা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
মেহেরপুর পৌর কাউন্সিলর রাজিব ও নারী কাউন্সিলর হামিদা  মেহেরপুর পৌর কাউন্সিলর রাজিব ও নারী কাউন্সিলর হামিদা 

মেহেরপুর: মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নূরুল আশরাফ রাজিব (উটপাখি) মার্কা প্রতীকে ৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইলিয়াস হোসেন (গাজর) পেয়েছেন ৬৬৬ ভোট।

এছাড়া, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে (৭, ৮ ও ৯ ওয়ার্ড) হামিদা বেগম (আনারস) মার্কা প্রতীকে ৩৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রোকসানা কামাল রনু (ইজিবাইক) পেয়েছেন ২৭৫৯ ভোট।

এ ওয়ার্ডে দুই জন সংরক্ষিত নারী সদস্য ও ৯ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্র দুটি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তুলে স্থগিত করা হয়। স্থগিতের কারণে আটকে যায় ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নম্বর সংরিক্ষত কাউন্সিলরের ভোট।

বাংলাদশে সময়: ০৫০০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।