ভূমি মন্ত্রণালয়ের স্ট্রেংদেনিং একসেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শামসুল আলমকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক করা হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (স্থানীয় সরকার বিভাগে বদলির আদেশাধীন) আখতারুজ জামান খান কবির পেয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব।
সোমবার (০৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
এছাড়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য হরিপ্রসাদ পালকে ভূমি আপীল বোর্ডের সদস্য এবং স্রেডার সদস্যকে এম আব্দুস সালামকে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ আইয়ুবকে একই প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য, ওএসডি অতিরিক্ত সচিব গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমান উল্যাহকে ওএসডি করা হয়েছে।
এছাড়া, ওএসডি অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্তি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমআইএইচ/এনটি