সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (৯ মে) ভোর রাত পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী গ্রেফতার অভিযানে নেতৃত্বে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ রোববার (৯ মে) মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমজেএফ