নিহতরা হলেন- ডাকাত সরদার পাবেল (২৮) ও সবুজ মিয়া (২৫)।
পাবেল ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার আব্দুল করিমের ছেলে এবং সবুজ গোয়ালচামট এলাকার আশারাফ উদ্দিন তারা মিয়ার ছেলে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে বাইপাস সড়ক এলাকায় সংঘর্ষ চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এরা ফরিদপুর শহরে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে০৯, ২০১৭
আরকেবি/আরআইএস/এমজেএফ