ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আমে কেমিক্যাল, ট্রাকের চাকায় পিষ্ট ৬৫ মণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, মে ৯, ২০১৭
আমে কেমিক্যাল, ট্রাকের চাকায় পিষ্ট ৬৫ মণ ট্রাকের চাকায় পিষ্ট করা হচ্ছে অপরিপক্ব কেমিক্যাল মেশানো আম/ছবি: বাংলানিউজ

মেহেরপুর: কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম পাকিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানোর সময় অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। ট্রাকে প্রায় ৬৫ মণ ছিলো। সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের আগেই আমগুলো পেড়ে পাকাতে ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়।

সোমবার (৮ মে) সন্ধ্যার দিকে গাংনী উপজেলার চিৎলা গ্রামে এসব আম পাড়া হয়। কেমিক্যাল মিশিয়ে জেলার বাইরে পাঠানোর সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ অভিযান চালিয়ে আমগুলো জব্দ করেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে আমগুলো বিনষ্ট করা হয়। এসময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এম এ জামাল আহমেদ বাংলানিউজকে বলেন, চিৎলা গ্রামে অপরিপক্ব আম ভেঙে তাতে কেমিক্যাল মিশিয়ে পাচারের উদ্দেশে ট্রাকে তোলা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আমের মালিক পালিয়ে গেলেও আমভর্তি ট্রাকটি জব্দ করা হয়। ১০২ ক্যারেটে আনুমানিক ৬৫ মণ আম ছিলো। পরে উপজেলা পরিষদ চত্বরে এনে আমগুলো বিনষ্ট করা হয়।

তিনি জানান, চলতি মাসের ৪ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আমচাষি ও ব্যবসায়ীদের ডেকে মতবিনিময় সভা করা হয়। সভায় ১৫ মে গোপালভোগ, ২০ মে ল্যাংড়া, হিমসাগর ৩০ মে এবং আম্রপালি ৩০ জুনের পর ভাঙার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া আমে কোনো ধরনের কেমিক্যাল মেশানো থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া ছিলো। কিন্তু সরকারি আদেশ অমান্য করে এক শ্রেণীর অসাধু আমচাষি ও ব্যবসায়ী বেশি লাভের আশায় অপরিপক্ব আম ভেঙে ঢাকা, চট্টগ্রামসহ বাইরের জেলাগুলোতে পাঠানোর চেষ্টা করছেন।

এসব অসাধু আমচাষি ও ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করা হবে বলে জানান জামাল আহমেদ।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।