ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৭
গাংনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ইদ্রিস আলী (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মে) ভোর ৪টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জোড়পুকুরিয়া বাজার সংলগ্ন এলাকায় মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ইদ্রিস আলী।

গাংনী উপজেলার মহেষপুর গ্রামের মৃত গোকুল হোসেনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।