মঙ্গলবার (৯ মে) ভোর ৪টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জোড়পুকুরিয়া বাজার সংলগ্ন এলাকায় মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ইদ্রিস আলী।
পরিবারের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরএ