ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৭
খুলনায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

খুলনা: খুলনার ফুলবাড়িয়া এলাকার জনতা মার্কেটের সামনে ট্রাক চাপায় মোস্তাফিজুর রহমান বাবলু (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু সোনালীজুট মিল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র এবং সোনালীজুট মিলের শ্রমিক ফজলু সরকারের ছেলে।


 
স্থানীয়রা জানান, বাবলু ফুলবাড়িয়া গেট থেকে বাইসাইকেল চালিয়ে সোনালী জুট মিলের কোয়াটারে বাসায় যাওয়ার পথে জনতা মার্কেটের সামনে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বাংলানিউজকে জানান, স্কুলছাত্র নিহতের ঘটনায় স্থানীয় জনতা ও স্কুলটির শিক্ষার্থীরা যশোর ও খুলনা মহাসড়ক সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। ঘাতক ট্রাক চালককে আটক করা যায়নি বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমআরএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।