ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে প্রতিবেশীর সাবলের আঘাতে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মে ৯, ২০১৭
বেলকুচিতে প্রতিবেশীর সাবলের আঘাতে কৃষক খুন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেশীর সাবলের আঘাতে আব্দুস সালাম তালুকদার (৬৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী মুক্তা খাতুন।

মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দ‍ুস সালাম ওই গ্রামের মৃত হবি তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আব্দুস সালামের প্রতিবেশী আইয়ুব নবী তার বাড়ির সামনে লাউ গাছের মাচা তৈরি করছিলেন। লাউয়ের মাচাটি নিচু হওয়ায় সালামসহ আশপাশের কৃষকদের ধান কেটে বাড়িতে নিতে বাধা সৃষ্টি করবে। এ কারণে আইয়ুব নবীকে মাচা তৈরি করতে নিষেধ করেন সালাম।

এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আইয়ুব নবী তার হাতে থাকা সাবল দিয়ে আব্দুস সালামের বুকে আঘাত করেন। এ অবস্থা দেখে সালামের স্ত্রী মুক্তা খাতুন এগিয়ে এলে তার পেটেও সাবল দিয়ে আঘাত করে পালিয়ে যান আইয়ুব।
গুরুতর আহত অবস্থায় কৃষক দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুস সালামের মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।