ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহনন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মে ৯, ২০১৭
না’গঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহনন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকায় মিতু আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর স্বামী মোশাররফ হোসেন (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (০৯ মে) ভোরে জালকুড়ি মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জালকুড়ি মাঝপাড়া এলাকার আহসান সরদারের ছেলে মোশাররফের সঙ্গে প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে বরিশালের মিতু আক্তারের বিয়ে হয়।

মোশাররফ পেশায় গাড়িচালক। তাদের ১২ বছর বয়সী এক ছেলে ও ৯ বছর বয়সী মেয়ে রয়েছে। নানা কারণে পারিবারিক কলহ ছিলো স্বামী-স্ত্রীর মধ্যে। মোশাররফ মাদকাসক্ত ছিলেন বলেও জানান স্থানীয়রা।

মঙ্গলবার ভোরেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মোশাররফ সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে মিতুকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। তখন বাইরে থেকে লোকজন দরজা আটকে দিলে মোশাররফ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ও আত্মহননের ঘটনা ঘটেছে।

মরদেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সরাফতউল্লাহ।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ০৯, ২০১৭
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।