মঙ্গলবার (০৯ মে) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-২ এর সাফাতের বাসার ভেতরে পুলিশ সদস্যরা প্রবেশ করে।
সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তবে কী কারণে পুলিশ গেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানায়নি।
গত ২৮ মার্চ ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার (০৬ মে) রাতে একটি মামলা দায়ের করা হয়।
মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ।
সাফাত ও নাঈম দু’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত করে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে মারধর এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আসামিদের অপর তিনজন ধর্ষণে সহায়তা ও ভিডিওধারণ করেন।
এদিকে সিলেটে সাফাতের নানার বাড়িতেও অভিযান চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসজেএ/পিএম/আরআইএস/এসএইচ