ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে র‌্যাব ট্রেনিং সেন্টারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মে ৯, ২০১৭
গাজীপুরে র‌্যাব ট্রেনিং সেন্টারে আগুন গাজীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ট্রেনিং সেন্টারে আগুন- ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ মে) বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বাংলানিউজকে জানান, পোড়াবাড়ী র‌্যাবের ট্রেনিং সেন্টারে একটি কক্ষে (অক্সিলেশন) আগুন লাগে।

  জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে। অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর র‌্যাব-১ এর কম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম বাংলানিউজকে জানান, নিজস্ব ব্যবস্থাপনায় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি। শুধু কিছু তেল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘন্টা, মে ০৯, ২০১৭
আরএস/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।