সতর্কতা ও অন্য জিরাফগুলোর নিরাপত্তায় কোর সাফারি পার্কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দর্শনার্থীদের ভেতরে ঢোকার টিকিটও বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে ও দুপুরে পৃথক সময়ে জিরাফ দু’টির মৃত্যু হয়।
সাফারি পার্কের ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, মারা যাওয়া জিরাফ দু’টির বয়স প্রায় ৬ বছর।
মঙ্গলবার (১৬ মে) রাতে জিরাফ দু’টি হঠাৎ মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়লে পার্কের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের খবর দেওয়া হয়।
বুধবার সকালে চিকিৎসকরা পার্কে এসে পৌঁছেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে একটি ও দুপুর ১২টার দিকে অন্য জিরাফটি মারা যায়।
মো. শাহাবুদ্দিন জানান, জিরাফ দু’টির রোগ নির্ণয় করা যায়নি। এর আগে এ ধরনের কোনো রোগ আগে দেখা দেয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাকটেরিয়া জনিত রোগে তাদের মৃত্যু হয়েছে।
মৃত জিরাফ দু’টির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। রোগ নির্ণয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এ দু’টি ছাড়া পার্কে আরো ৮টি জিরাফ জীবিত রয়েছে।
মো. শাহাবুদ্দিন বলেন, অবহেলার কারণে জিরাফ দু’টি মারা যায়নি। সাফারি পার্কের চিকিৎসকরা সব সময় প্রাণীগুলোর দেখাশোনা করে আসছেন। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘন্টা, মে ১৭, ২০১৭
আরএস/এএসআর