বুধবার (১৭ মে) বিকেলে উপজেলার আমতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতীক উপজেলার দোয়াপুর গ্রামের গনেশ চন্দ্র রায়ের ছেলে ও আমতলী সিঅ্যান্ডবি মোড়ের একাইটিস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির টিউলিপ শাখার ছাত্র।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে স্কুল ছুটি শেষে বাবা মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলো প্রতীক। এসময় আমতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন প্রতীক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/