ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

‘মানুষের ভালোবাসার ছোঁয়া বাবার মতো আমিও পেয়েছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
‘মানুষের ভালোবাসার ছোঁয়া বাবার মতো আমিও পেয়েছি’ ‘মানুষের ভালোবাসার ছোঁয়া বাবার মতো আমিও পেয়েছি’

ঢাকা: মানুষের ভালোবাসার ছোঁয়া নিজের জীবনে সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ মে) গণভবনে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনির্ধারিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাজনৈতিক জীবনে দেশের বিভিন্ন স্থানে জনসংযোগে অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মাথায় হাত বুলায়ে দেওয়া, এই যে মানুষের ছোঁয়া, ভালোবাসা পেয়ে বুঝেছি কীভাবে আমার আব্বা এতো ত্যাগ করতে পেরেছেন।

তিনিও তো এই ভালোবাসার ছোঁয়া পেয়েছিলেন। এ জন্যই তিনি বাংলাদেশের মানুষের জন্য এতো ত্যাগ স্বীকার করেছিলেন। ’

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ‘সেটা আমি পেয়েছি যেটা আমার আব্বাও পেয়েছিলেন। সেই ভালোবাসার ছোঁয়াটাই আমার সবচেয়ে বড় শক্তি। ’

নতুন নেতৃত্ব খোঁজার কথা বলে শেখ হাসিনা বলেন, ‘আজকে ৩৫ বছর পেরিয়ে ৩৬ বছরে পা দিলাম এই আওয়ামী লীগে। এতো লম্বা সময় কেউ কখনো দায়িত্বে থাকে না। আমার মনে হয় আমাদেরও এখন নতুন নেতৃত্ব খোঁজা উচিত ভবিষ্যতের জন্য। ’

এ সময় নেতা-কর্মী সমস্বরে বলে উঠেন, ‘না, না, আমরা আপনাকে চাই। যতো দিন জীবিত আছেন…। ’

অন্যের কল্যাণে কিছু করতে পারা সবচেয়ে বড় পাওয়া মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘মানুষ ধন-সম্পদের জন্য কতো কিছু করে। কিন্তু কি হয় মৃত্যু হলে? সঙ্গে তো কিছু নিয়ে যেতে পারে না। অনেকে শান শওকত, বিলাসিতায় জীবন কাটাতে চায়। কিন্তু মৃত্যুর পর সব মিথ্যা হয়ে যায়। মানুষের জন্য যদি কিছু করে যাওয়া যায় সেটাই সবচেয়ে বড় পাওয়া। ’

ষড়যন্ত্রকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাবে এটা আমি জানি। কারণ ছোটবেলা থেকে এটা আমাদের দেখা আছে। কাজেই ওটা আমি পরোয়া করি না, যতক্ষণ বাংলাদেশের জনগণ আমার সাথে আছে, ওপরে আল্লাহ আছেন, বাবা-মায়ের দোয়া আশীর্বাদ আছে। কাজেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবো। এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। ’

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এমইউএম/আরআইএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।