বুধবার (১৭ মে) রাত সাড়ে ১১টায় দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
দগ্ধরা হলেন- শাকিল মল্লিক (৩৫), স্ত্রী রেখা মল্লিক (৩০), শিশু সন্তান আবু জায়েদ (৩)।
দগ্ধ শাকিলের ছোট ভাই আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সারারাত মোবাইলের চার্জারে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিলো। সকালে চার্জার খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এতে তাৎক্ষণিকভাবে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শাকিল, তার স্ত্রী ও সন্তান দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চিকিৎসকের পরামর্শে ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব-এ-খুদা বাংলানিউজকে জানান, চার্জারের পাশে সিনথেটিক কাপড়ের বোরকা ছিলো। চার্জার বিস্ফোরণ হলে বোরকায় আগুন লেগে ঘরে ছড়িয়ে পড়ে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এজেডএস/এসজে/আরআইএস/এসও