ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
রাঙামাটিতে ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় ট্রাক্টরের চাপায় মো. সোহেল (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চেংড়াছড়ি এলাকার ওয়াহাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি জেলা থেকে একটি ট্রাক্টর রাঙামাটির কুতুকছড়ি এলাকায় বিদ্যুৎ প্রকল্পের কাজে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি কাঠভর্তি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুতুকছড়ি আবাসিক এলাকার খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের হেলাপার নিচে চাপা পরে ঘটনাস্থলে নিহত হন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে তবে চালক অক্ষত রয়েছেন বলেও জানান মোহাম্মদ রশিদ।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরআইএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।