ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর আগমনে খালিয়াজুরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
প্রধানমন্ত্রীর আগমনে খালিয়াজুরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

নেত্রকোনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুরী মাঠে অবতরণ করবে বলে জানা গেছে। খালিয়াজুরী মাঠে পৌঁছার পর গাড়িতে করে ডাকবাংলোতে যাবেন প্রধানমন্ত্রী।

সেখানে সশস্ত্র সম্মান গ্রহণ করার পর বিভিন্ন এলাকা ঘুরে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর আগমনে খালিয়াজুরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা দিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা রক্ষায় মাঠে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সকল সদস্যরা।

**বৃহস্পতিবার খালিয়াজুরী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।