বৃহস্পতিবার (১৮ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে অজ্ঞাতপরিচয় ওই যুবক হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।
এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল।
দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এএটি/এএ