ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বুড়িমারীতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বুড়িমারীতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারীতে ট্রাকের নিচে চাপা পড়ে ইজারুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ইজারুন নেছা ওই এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা ইজারুন নেছা বন্দরের জিরোপয়েন্টে পাথর কুড়াচ্ছিলেন। এ সময় পণ্য খালাস করে একটি ট্রাক ভারতের প্রবেশের সময় ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।