ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সেনা পাঠাবে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সেনা পাঠাবে বাংলাদেশ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক/ছবি: বাংলানিউজ

ঢাকা: মক্কা ও মদিনার নিরাপত্তা যদি কখনও হুমকির মধ্যে পড়ে তাহলে বাংলাদেশ প্রয়োজনে সেনা পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিফিংয়ে বিষয়টি জানান তিনি।

আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে আগামী ২০ মে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফর সম্পর্কে জানাতে বিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রীকে এ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্পও। সফরে শেখ হাসিনার সঙ্গে সাইড লাইনে ট্রাম্প, সৌদি বাদশাহসহ অন্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিদেশ ভ্রমণে কোনো প্রকার বাধা দেওয়া হচ্ছে না। তবে বিদেশ যাওয়া সব নাগরিককে নজরদারি করা সরকারের দায়িত্ব।
৫৬০টি মসজিদ নির্মাণ করে দেওয়ার বিষয়ে সৌদি আরব সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা থেকে তারা সরে আসেনি বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জোটভুক্ত ৪১ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
সূত্র জানায়, প্রায় ২০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এ সম্মেলনে যোগ দেবেন বলে সৌদির আরবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ সম্মেলনের প্রতিপাদ্য ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন’।

সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। ঢাকায় ফিরবেন ২৩ মে।

সৌদি আরব ২০১৫ সালের ডিসেম্বরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে মুসলিম দেশগুলোর সমন্বয়ে সামরিক জোট ঘোষণা করে। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও জর্ডান, আলজেরিয়া, নাইজার, ইয়েমেন, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, ইরাক, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাতের নেতারা যোগ দেবেন বলে আশা করছে দেশটি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।