ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিশেষ অভিযানে আটক ৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আশুলিয়ায় বিশেষ অভিযানে আটক ৯

আশুলিয়া, সাভার: আশুলিয়ার ধামসোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ মাদকব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা পুলিশের একটি দল। অভিযানে ৬শ পুরিয়া হেরোইনসহ নম্বরবিহীন কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (১৭ মে) রাত থেকে বৃষ্টি বিঘ্নিত অভিযানে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল, পবনারটেকসহ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তবে আটকদের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাংলানিউজকে জানান, বুধবার রাত থেকে ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। জেলার প্রায় ২৫০জন পুলিশ সদস্য ১২ দলে বিভক্ত হয়ে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, ঢাকা জেলাকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ অভিযান প্রতিটি এলাকায় মাদক, সন্ত্রাস বিষয়ে সচেতন করবে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত অভিযানে ৯ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এসময় তাদের কাছ থেকে ৬শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে নম্বরবিহীন কয়েকটি মোটরসাইকলে উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চারটি মামলা হওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।