বান্দরবান: বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৭ মে) দিনগত রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিজিবি ক্যাম্পের তল্লাশি চৌকির কাছ থেকে তাকে আটক করা হয়। এসময় তিনি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন।
পরে আরো জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তার নাম আবুচি (২২)। তিনি মায়ানমারের মংডু জেলার আকিয়াব থানার ক্যাথুই এলাকার মৃত মংমাচির ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বাংলানিউজকে জানান, বিজিবি আবুচিকে থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।